ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শহিদ মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে।
জানা যায়, শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য শ্যামগঞ্জ স্টেশন থেকে ৩৭৪ নম্বর ট্রেনে ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পা থেঁতলে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।