মধুপুরে ট্রাক-অটোরিকশা নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হেলাল উদ্দিন (৫৫) দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক, তিনি ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন, বয়স আনুমানিক ৪৫ বছর।

মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে পৌর এলাকার কাইতকাই নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।