ছুরি-চাকু সন্ত্রাস রুখতে বগুড়া জেলা পুলিশের লিফলেট বিতরণ

বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা সকলকে চাকু, ছুরির ব্যবহার রোধসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত থানা ও ফাড়ি পুলিশকে জানানোর অনুরোধ করেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
ছুরি-চাকু সন্ত্রাস রুখতে বগুড়া জেলা পুলিশের লিফলেট বিতরণ
ছুরি-চাকু সন্ত্রাস রুখতে বগুড়া জেলা পুলিশের লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

‘ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া, আমাদের হাতেই’ এই স্লোগান নিয়ে জনসচেনতা বাড়াতে বগুড়া জেলা পুলিশ লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার জেদান আল মুসা সকলকে চাকু, ছুরির ব্যবহার রোধসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত থানা ও ফাড়ি পুলিশকে জানানোর অনুরোধ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার হোসেন সহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়ায় সম্প্রতি ছুরি-চাকু সন্ত্রাস অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছুরি ও চাকু ব্যবহার করে ছিনতাই ও খুনের ঘটনা ঘটছে।