এ দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না : জামায়াত আমির

‘যদি আপনারা ১০ দলীয় জোটকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারেন, তবে নদীর স্রোতের সাথে জীবনে সুখের স্রোত প্রবাহিত হবে।’

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জনসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
পঞ্চগড়ে জনসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, এই দেশে আমরা আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। যদি কেউ আসে পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না। ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকা পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল। সেই আয়নাঘরে সেনা বাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পাননি। জনগণ এবার গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। আপনারা গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করবেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারর্জিস আলমকে শাপলা কলি মার্কা এবং পঞ্চগড়-২ আসনে সফিউল আলম সফিল্লাহ সফিকে জয়যুক্ত করবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় চিনি কল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ডা: শফিকুর রহমান আরো বলেন, পঞ্চগড় জেলা দরিদ্র না। স্বৈরশাসকরা এ জেলাকে দরিদ্র বানিয়েছে। এ জেলার ওপর দিয়ে করতোয়াসহ বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। কিন্তু নদীতে তেমন কোনো স্রোত নেই। যদি আপনারা ১০ দলীয় জোটকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারেন, তবে নদীর স্রোতের সাথে জীবনে সুখের স্রোত প্রবাহিত হবে।

বাংলাদেশ জামায়াতের পঞ্চগড় জেলা আমির সহকারী অধ্যাপক মাওলানা মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুখ্য আহ্বায়ক মো: সারজিস আলম, জাগপার রাশেদ প্রধান, অধ্যক্ষ মাওলানা মো: দেলোয়ার হোসাইন, আলহাজ সফিউল আমল (সফিল্লাহ সফি), সাবেক উপাধ্যক্ষ মাওলানা সফিজ উদ্দীন, মাসুদ ইসলাম, শিশির আসাদ, আব্দুল বাসেত, চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান প্রমুখ।