সিলেটের বিয়ানীবাজারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় ইমন আহমদ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মো: মুতলিব মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বন্ধু আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই গ্রামের আব্দুল করিম মনাইয়ের ছেলে তিনি।
স্থানীয়রা জানায়, নিহত ইমন একটি দামী আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। ফোন ছিনতাই বা চুরিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে।
কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা জানান, ইমন সরল প্রকৃতির ছেলে। গত তিন দিন থেকে সে নিখোঁজ ছিল। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) ছবেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।



