জামালপুরে মোটরসাইকেলের চাপায় নারী নিহত

নিহত ফুলমতি বেগম ওই এলাকার মরহুম আব্দুল জলিলের স্ত্রী বলে জানা গেছে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সড়ক দুর্ঘটনায় নারী নিহত |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল চাপা পড়ে ফুলমতি বেগম (৫০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার ( ৬ জুন) বিকেলে উপজেলার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলমতি বেগম ওই এলাকার মরহুম আব্দুল জলিলের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।