বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ফতুল্লা স্টেডিয়াম বারো মাস ক্রিকেট খেলার জন্য উপযুক্ত করবো

‘আজকে ফতুল্লা মাঠ দেখে আমার কান্না পেয়েছে। এই মাঠে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, এশিয়া কাপ হয়েছিল। সেই মাঠটির অবস্থা আজ অত্যন্ত করুণ।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ফতুল্লা স্টেডিয়াম বারো মাস খেলার জন্য উপযুক্ত করবো : বিসিবি সভাপতি
ফতুল্লা স্টেডিয়াম বারো মাস খেলার জন্য উপযুক্ত করবো : বিসিবি সভাপতি |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ফতুল্লার এই স্টেডিয়াম নিয়ে অনেক কিছু করার আছে। গতকাল (শনিবার) জিসান ফিফটি করেছে, রোববার তার প্র্যাক্টিসের মাঠ দেখলাম। তার ফ্যাসালিটিজ কী?’

রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা এখানে প্র্যাক্টিস ফ্যাসালিটিজ তৈরি করার চেষ্টা করবো। ডিসি সাহেব বলেছেন- এ মাঠটির জন্য তিনি একটি বরাদ্দ রেখেছেন। ১২ মাস ক্রিকেট খেলার জন্য মাঠটি যেন উপযুক্ত থাকে সেই ব্যবস্থা আমরা করবো।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডিওলজিক্যাল জায়গা ছিল। আমি যখন ফুটবল খেলতাম তখন দেখতাম চুন্নু ভাই এমিলি ভাইয়ের মতো লোকেরা এখানে আসতো। এখানে ক্রিকেটের ইতিহাসও অনেক বড়। আমাদের ব্যাচমেট ছিল শংকর ভাই, টিপু ভাই। তাদের মাধ্যমেই নারায়ণগঞ্জের সাথে আমাদের ক্রিকেটের সম্পর্কটা তৈরি হয়। সেসময় নারায়ণগঞ্জে লীগ হতো, বিভিন্ন ক্লাব খেলতো। তখন প্রতিদিন খবরের পাতায় এই লীগের খবর আসতো। নারায়ণগঞ্জের ক্রিকেট লীগ অনেক বড় ছিল।’

বিসিবি সভাপতি বলেন, ‘এখান থেকে অনেকেই বাংলাদেশের প্রিমিয়াম লীগ ও জাতীয় লীগে খেলতো। নারায়ণগঞ্জ সেসময় খেলার দিক দিয়ে ছিল প্রিমিয়াম সিটি। আজকে ফতুল্লা মাঠ দেখে আমার কান্না পেয়েছে। এই মাঠে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, এশিয়া কাপ হয়েছিল। সেই মাঠটির অবস্থা আজ অত্যন্ত করুণ।