সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ সপ্তাহ শুরু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় গংসংযোগ ও লিফলেট বিতরণ করেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান এবং গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরুন্নবী প্রামানিক সাজু ও পৌর জামায়াতে আমির একরামুল হক, গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় পৌর শহরের স্বাধীনতা চত্বরে সুধী সমাবেশ করেন।