শৈলকুপায় ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, ‘লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।’

Location :

Shailkupa
শৈলকুপায় ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
শৈলকুপায় ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত |সংগৃহীত

শৈলকূপা সংবাদদাতা ও ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জিসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও বড়দা গ্রামের মান্নান হোসেনের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, ‘লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।’