বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বোয়ালমারী উপজেলার একটি গ্রাম থেকে তিনজন প্রার্থী সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুইজন পৃথক দু’টি রাজনৈতিক দল ও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
প্রার্থীরা উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মো: শারাফাত হোসাইন ও স্বতন্ত্র হিসেবে শাহাবুদ্দিন আহমেদ।
চতুল ইউনিয়ন থেকে আরো এক প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসিবুর রহমান অপু। এই হিসাবে একই ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী সংসদ সদস্য পদে লড়বেন।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের চারবারের সংসদ সদস্য। শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আর মুফতি মো: শারাফাত হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। এ ছাড়া হাসিবুর রহমান অপু চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। এই গ্রামটিও হাসামদিয়া গ্রামের ঠিক পাশেই। তিনি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক।
এ ব্যাপারে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নটি রাজনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রেই এগিয়ে। এখানে অনেক গুণী মানুষ রয়েছেন। এ ইউনিয়নে চারজন এমপি প্রার্থী হওয়ায় চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত।



