সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) ফেসবুকে কুঞ্জেরহাট আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষক মো: জাকির হোসেনকে জড়িয়ে একটি ভিডিও ভাইরাল হলে একটি মহল তাকে জামায়াত নেতা হিসেবে প্রচার করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আবুল কালাম বলেন, ‘অভিযুক্ত মো: জাকির হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো দূরতম সম্পর্কও নেই। তিনি জামায়াতের নেতা তো ননই, এমনকি কোনো পর্যায়ের কর্মী বা সহযোগীও নন। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘একটি মহল জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অসত্য তথ্য প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দাড়ি-টুপি পরিহিত ব্যক্তিদেরকে জামায়াতের সাথে জড়িয়ে প্রচার করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ করা হয়।’
এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
অন্যদিকে, ওই মাদরাসার প্রধান শিক্ষক মো: শাহিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটি গত ২২ নভেম্বরের একটি তুচ্ছ ঘটনা, যা মীমাংসা হয়ে গেছে এবং ওই শিক্ষককে তখনই চাকরি থেকে বরখাস্ত করা হয়।’



