কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে, তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার আড়িয়ালখাঁ নদের ব্রিজের পশ্চিম তীরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাইদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল বারিকের ছেলে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে এ অর্থদণ্ড দেয়া হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইদুল ইসলাম বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে আড়িয়ালখাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, তাকে ১ লাখ টাকা জরিমানা করে, তা আদায় করা হয়েছে। তিনি এ ধরনের অবৈধ কাজ করবে না বলে মুচলেকা দিয়েছেন। এ ধরনের কাজে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।