আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তিনি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ-আল-মামুনের কাছ থেকে এ মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়।
এ সময় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন আল হাবিব, গফরগাঁও উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, যুব জমিয়ত গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমান ও ছাত্র জমিয়ত গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম উপস্থিত ছিলেন।



