রাসুল সা:-কে নিয়ে হাবিপ্রবি শিক্ষার্থীর কটূক্তি, শাস্তি ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন

‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার নিশ্চিত করে এবং রাষ্ট্র এমন অপরাধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করে।’

হাবিপ্রবি প্রতিনিধি
অভিযুক্ত দিপু রায়
অভিযুক্ত দিপু রায় |সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী দিপু রায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করায় তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বিক্ষোভ শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রাসুল সা:-কে নিয়ে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সমাজে বিদ্বেষ ও বিভাজন ছড়ানোর উসকানি দিয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই আন্দোলন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়বে।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার নিশ্চিত করে এবং রাষ্ট্র এমন অপরাধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিপু রায়ের সাথে এক নারীর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পূর্বে প্রেমের সম্পর্ক থাকা ওই আলোচনায় দিপু রায় বিয়েতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ইসলাম ধর্ম ও মহানবী সা: সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।