নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৩ আগস্ট) রাতে এ শোক জানানো হয়।
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত কাউখালী উপজেলা সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার কাউখালী উপজেলা সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলোর সময় উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম পান্নু, সাপ্তাহিক কাউখালী বার্তার সম্পাদক হাসান বাদল, ভোরের কাগজের সাংবাদিক নুরুল হুদা বাবু, উপজেলা দিনকালের প্রতিনিধি সাইফুল্লাহ মনির, নয়া শতাব্দী প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।