ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যাগে শ্রমজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মোতালেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক।
এ সময় ডা: মানিক বলেন, ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু। নিজের মাথার ঘাম পায়ে ফেলে অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকরাই প্রধান ভূমিকা পালন করেন। সভ্যতার প্রাসাদ নির্মিত হয় শ্রমিকের রক্ত এবং ঘামের ওপর। কিন্তু সামাজিকভাবে তাদের মূল্যায়ন করা হয় না। ন্যূনতম মজুরিও তারা পান না।’
তিনি আরো বলেন, “আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। রাসূল সা: বলেছেন, ‘শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করে দাও।’ ইসলামের শ্রমনীতি কার্যকর করার মাধ্যমে আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিনসহ জামায়াত, শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



