মৌলভীবাজারে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
প্রতীকী ছবি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: আব্দুল খালেক (৫৩), মৌলভীবাজার সদর উপজেলার আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুল ইসলাম সোহাগ (৩৩), জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম মারুফ (২২), কমলগঞ্জ পৌর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এখলাছ মিয়া (২৬) এবং বড়লেখা সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহেদুর রহমান শাহেদ (৩৮)।