রাণীশংকৈলে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কয়েকজন শিশুসহ গোসল করতে নামে। একপর্যায়ে সবার অগোচরে শায়ন নদীর গভীর পানিতে তলিয়ে যায়।

Location :

Thakurgaon
নয়া দিগন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কুলিক নদীতে ডুবে শায়ন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উওরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শায়ন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে নদীতে পাড় বাধার কাজ চলছিল। এ সময় শিশু শায়ন সেখানে দেখতে গিয়ে কয়েকজন শিশুসহ গোসল করতে নামে। একপর্যায়ে সবার অগোচরে শায়ন নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।