নরসিংদীর পলাশ উপজেলায় এমরান মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত এমরান ওই গ্রামের মো: আমির ইসলামের ছেলে এবং বাড়ির পাশের একটি তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে এমরান নাইট ডিউটি চলাকালীন হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহেদ আল মামুন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।



