কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় সোলেমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কক্সবাজার-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন।
সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মরহুম ছৈয়দ করিমের ছেলে।
জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত থেকে হাজতে নেয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।’
মামলার বাদি ও ভুক্তভোগীর বাবা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলার সময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করা হয়। পাশের পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ওই বছরের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলা করি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় ঘোষণা করা হলো।