নাটোরে রাজমিস্ত্রির বালি-সিমেন্ট মিশ্রণের মিক্সার মেশিনে আটকে পড়ে গোলাম মোস্তফা (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ের ভাংড়ি দোকানদান মো: রিপন আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র মোস্তফা মঙ্গলবার সকাল ১০টা থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বিকেলে স্থানীয়রা তাদের বাড়ির পাশে রাখা রাজমিস্ত্রিদের বালি-সিমেন্ট মিশ্রণ করার মিক্সার মেশিনের ভেতরে মৃত অবস্থায় দেখতে পায় মোস্তফাকে।
স্থানীয়দের ধারণা দিনের কোনো এক সময় খেলতে গিয়ে ওই মেশিনের ভেতরে শিশুর মাথা আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার।
মোস্তফার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।



