সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চক কালারাই এলাকার বাসিন্দা আব্দুর রব তালুকদারের মেয়ে অপহৃত নবম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার চক কালারাই এলাকার বাসিন্দা আব্দুর রব তালুকদারের নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন।
পরে তিনি মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড এলাকা থেকে বুধবার ভোরে তাকে উদ্ধার করা হয়। এসময় ভানুগাছ রোড এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাসান (১৮) ও মাহি আহমেদ নয়ন (১৮) নামের দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



