দেশ গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বিএনপি : তাহসীনা রুশদীর

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর উপশহরে জেলা মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য। নারীদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো, স্থানীয় সরকারের ক্ষমতায়ন নিশ্চিত করা ও সমাজে সমানাধিকার প্রতিষ্ঠা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি।’

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর উপশহরে জেলা মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসীনা রুশদীর লুনা বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি নারীর শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বিতা বৃদ্ধির দিকনির্দেশনা দিয়েছে। এর ফলে নারীরা এখন জাতীয় উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।’

সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠন সম্ভব নয়। নারীশক্তিকে কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দিয়ে তাদের নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। নারীর ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হবে, যা নিরাপদ, সমানাধিকারপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে আমাদের পথপ্রদর্শক হবে।’

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাসনিম শারমিন তামান্না সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম সভার সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন ও সহ-দফতর সম্পাদক মাহবুব আলম।

সভায় জেলা মহিলা দলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারজানা বক্স রায়না, সহ-সভাপতি ফেরদৌস ইকবাল, সহ-সাধারণ সম্পাদক শেখ নাজমা, সাবেক যুগ্ন সম্পাদক দিবা রানী, সহ-সাংগঠনিক সালমা বেগম, দফতর সম্পাদক সুলতানা ইসলাম দিনা, সহ-দফতর সম্পাদক জাহারা আহাদ রুবিন ও প্রচার সম্পাদক আমেনা বেগম।

আগামী ৩ অক্টোবর জেলা মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মী সমাবেশ সফল করতে জেলা মহিলা দল ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করেছে।