মৌলভীবাজারে হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচি

ক্লাসে হিজাব পড়ে যাওয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেয়া ও হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা কটূক্তিকারী ওই শিক্ষিকার শাস্তির দাবি জানান।

আব্দুল আজিজ, মৌলভীবাজার

Location :

Maulvibazar
মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা
মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা |নয়া দিগন্ত

ক্লাসে হিজাব পড়ে যাওয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেয়া ও হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা কটূক্তিকারী ওই শিক্ষিকার শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, একজন শিক্ষার্থীর অধিকার রয়েছে হিজাব পড়ার। কিন্তু হিজাব পড়ার কারণে ২০ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের নাগরিক অধিকারে বাধা দেয়া হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে হিজাব পড়াকে অপরাধ হিসেবে মনে করছেন অতি সুশীল কিছু শিক্ষক-শিক্ষিকা। এ ধরনের ঘটনার নিন্দা জানাই। এছাড়া অভিযুক্ত ওই শিক্ষককে অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা সেলিনা আক্তার মনি, মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষার্থী তানিয়া মুসান্না, তারিন আক্তার, সৈয়দা তাহমিনা জান্নাতসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।