শিবগঞ্জে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত

নান্নু মন্ডল মহাস্থান হাট থেকে কাঁচা সবজি কিনে অটোভ্যানে করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পরে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটের কাছে পৌঁছালে ভ্যান থেকে তার সবজির বস্তা নিচে পড়ে যায়।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Shibganj
শিবগঞ্জে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত
শিবগঞ্জে পিকআপের চাপায় ব্যবসায়ী নিহত |নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় নান্নু মন্ডল (৬০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মন্ডল শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া জয়নাবাজ গ্রামের মরহুম হাইফত মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, নান্নু মন্ডল মহাস্থান হাট থেকে কাঁচা সবজি কিনে অটোভ্যানে করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পরে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটের কাছে পৌঁছালে ভ্যান থেকে তার সবজির বস্তা নিচে পড়ে যায়। এ সময় তিনি রাস্তা থেকে সবজির বস্তা তুলতে গেলে একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। ড্রাইভার ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।