মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, কার্তুজ উদ্ধার

মঙ্গলবার উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
উদ্ধারকৃত কার্তুজ
উদ্ধারকৃত কার্তুজ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও নাশকতাকারী হিসেবে চিহ্নিত ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে ওই উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল ১৩ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ইলিয়াস ভূঁইয়া আগেই পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস ভূঁইয়ার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে অন্তত আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় তার নেতৃত্বে সহিংসতা ও নাশকতামূলক তৎপরতা চলছিল বলে অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।