ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণ রোজা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা পৌরসভার জাতীয় ঈদগাঁ মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আহ্বানে শত শত মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন। দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার জন্য দেশ ছেড়ে কখনো যাননি। বর্তমানে তার অসুস্থতা আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা ধামরাইবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন।’
এ সময় বিএনপি নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, খলিলুর রহমান, যুবদলের নেতা এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন ও এস এম জামানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



