গকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র, শিবির সমর্থিত জিএস ও এজিএস বিজয়ী

গকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে (স্বতন্ত্র) ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদে মো: রায়হান খান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছে সামিউল হাসান শোভন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
গকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র, শিবির সমর্থিত জিএস ও এজিএস বিজয়ী
গকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র, শিবির সমর্থিত জিএস ও এজিএস বিজয়ী |নয়া দিগন্ত

সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে (স্বতন্ত্র) ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদে ১১২১ ভোট পেয়ে মো: রায়হান খান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সামিউল হাসান শোভন।

এছাড়াও দফতর সম্পাদক পদে শারমিন আক্তার ১১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: জান্নাতুল ফেরদৌস ১৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: মনোয়ার হোসেন অন্তর। কোষাধ্যক্ষ পদে ১৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক পদে ১৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফয়সাল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল নোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো: মারুফ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে লীশা চাকমা।

কৃষি অনুষদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মহিউল আলম দোলন, ভেটেনারী অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো: হুমায়ুন কবির, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহাম্মেদ, মো: সেলিম আহমেদ অলি, মো: মেহেদী হাসান, মিনতুজ আক্তার মিম।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো: ইমদাদুল হক মিলন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত। রাত ১২ টার সময় ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নির্বাচন কর্মকর্তা মো: রফিকুল আলম।

নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। তবে যারা ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন তারাই কেবল ভোট দিতে পেরেছেন। এতে ভোটার ছিলেন- ৪৬৭২ জন। নির্বাচন কমিশনের হিসেবে ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ছাত্রদলের মিছিল

এদিকে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উম্মুক্ত না থাকায় সরাসরি কেউ প্যানেল না দিলেও বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থিতরা নির্বাচন করেছেন। গকসু নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করলেও ফলাফল ঘোষণার সময় বহিরাগতদের নিয়ে এসে ‘মানি না মানবো না’ স্লোগান দিয়ে মিছিল করছে ছাত্রদল।

বৃহস্পতিবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়। ভোটগ্রহণকে ঘিরে নেয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন ছিলেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী।

প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছিল সিসি ক্যামেরা, যা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে জায়ান্ট এলইডি স্ক্রিনে সম্প্রচার হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করেছে।

প্রসঙ্গত, গকসু নির্বাচনে এবার ভিপি পদে নয়জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারজন এবং এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দফতর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহ-ক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দু’জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।