ফরিদপুরের কোতয়ালী থানা থেকে লুট হওয়া তিনটি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টা ২০ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি দল শহরের চরকমলাপুর ব্রিজের দক্ষিণে হারুকান্দিমুখী সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় বিএডিসি অফিসে প্রাচীরের বাইরে রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর থেকে ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের ৪১টি কার্তুজ ও গ্যাসগানের ৩০টি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী ফরিদপুরের কোতোয়ালি থানাসহ দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে।



