মেঘনায় ভেসে উঠল নারীর লাশ

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পাশে সিটি গ্রুপের দক্ষিণসংলগ্ন ডোবারচর গ্রামের নদীপাড়ে লাশটি ভেসে থাকতে দেখা যায়।

নৌ-পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইন্সপেক্টর শরজিৎ কুমার ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি তদন্তাধীন।

কর্মকর্তারা জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।