বড়লেখায় ৬ কোটি টাকার খাস জমি উদ্ধার

বর্তমানে এ জমিটি সরকারের দখলে ফিরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার নাঈমা নাদিয়া।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
৬ কোটি টাকার খাস জমি উদ্ধার
৬ কোটি টাকার খাস জমি উদ্ধার |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ৫৯.৪৫ একর খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার জফরপুর ৬৭ নম্বর জেএল’র জফরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এসএ দাগ নম্বর ৬১৮ এবং হাল আরএস দাগ নম্বর ৬৮১ দাগে ‘পাহাড় রকম’ শ্রেণিভুক্ত জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানের সময় সরকারি সাইনবোর্ড স্থাপন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি চিহ্নিত করা হয়।

বর্তমানে এ জমিটি সরকারের দখলে ফিরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার নাঈমা নাদিয়া।

অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, বড়লেখা সদর অফিসের সার্ভেয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।