ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর সাগর মিয়া হাসপাতালের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ইমন ইসলাম নামে এক যুবক দলবল নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে উপস্থিত হন। কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ সাগরের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, ‘মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় একজন যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’



