মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে অচেনা এক হিংস্র প্রাণীর কামড়ে তিনজন আহত হয়েছেন। ঘটনায় আতঙ্কে গ্রামের হাজারো মানুষ।
শনিবার (১৬ আগস্ট) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আবেদ প্রামাণিক (৫৬), রোকসানা (৩৪) ও সুকুর আলী (৪৫)
আহত তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন।
জানা যায়, সকাল থেকে একে একে তিনজনের ওপর হামলা করে প্রাণীটি। কেউ বলছেন প্রাণীটি হায়েনা, কেউ বলছেন শেয়াল আবার কেউবা বলছেন বন্য বিড়াল।
আহত রোকসানা বলেন, ‘সকাল ১০টার দিকে বাথরুমে যাওয়ার পথে হঠাৎ করে হিংস্র প্রাণীটি আমার পায়ে কামড় দিয়ে ধরে। ছাড়ানোর চেষ্টা করলে খামচি দিয়ে ধরে। পরে অনেক কষ্ট করে ছাড়ানো হলে দৌড়ে লুকিয়ে পড়ে প্রাণীটি। পরে উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসি, কিন্তু এখনও অনেক ব্যথা করছে।’
আহত সুকুর আলী বলেন, ‘বাড়ির বাইরে থেকে ভেতরে যাওয়ার সময় পিছন থেকে এসে আমার পায়ের উপরের অংশে কামড় দিয়ে ধরে; ছাড়ানোর চেষ্টা করলে শরীরের বিভিন্ন অংশে খামচি দিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালিয়ে যায়। পরে মুরগির ঘরে লুকিয়ে পড়ে।‘
আবেদ প্রামানিক নামে আরেক আহত বলেন, ‘খবর পেয়ে ফসলের মাঠ থেকে আমি বাড়িতে আসি। পরে প্রাণীটিকে আমি ধরার চেষ্টা করলে আমাকেও কামড়ে আহত করে। কিন্তু আমি প্রাণীটিকে ছেড়ে দেইনি। ওই অবস্থায় উপস্থিত জনতা প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে।’
মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান মামুন বলেন, ‘এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রাণীটির সাথে আরো এরকম প্রাণী এলাকায় অবস্থান করছে কি না তা নিয়ে ব্যাপক সন্দেহ হচ্ছে। ঘটনায় কোমলমতি শিশুরা অনেক ভয়ে আছে।’
এ বিষয়ে জামালপুর জেলা ফরেস্ট গার্ড (এফজি) মো: জিয়াউল হক জানান, ‘এ প্রাণীটির নাম গন্ধগোকুল। অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের। তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। যদি কেউ খাবার দেয় তবে থেকে যায়, আর যদি খাবার না পায় তাহলে আগের জায়গায় চলে যায়। কিন্তু তাকে কেও উত্ত্যক্ত করলে সে হিংস্র হতে পারে।’