রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় জেসমিন আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা এলাকার দুলাল শেখের স্ত্রী বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন নিহত জেসমিনের স্বামী দুলাল শেখ (৪০), ছেলে রিহাদ (৭), মেয়ে সানজিদা (১২) ও আবু রেহান (৪ মাস)। এছাড়া আহত হয়েছেন মো: জনি সরদার (৩১), ফেরদৌস (৫৫) ও টিপু মোল্লা (৩০)। গুরুতর আহত অবস্থায় জনিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর দ্রুততম সময়ে উদ্ধার করে আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তার মারা যান। আহত প্রত্যেকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ‘দৌলতদিয়া ঘাটমুখী একটি ডাম্পট্রাক ও বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘ট্রাকচালক মো: জাহিদ মণ্ডলকে আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে নিহতের স্বামী মামলা করেছেন।’