সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ও সদর উপজেলার আমবাড়ি এলাকার বাসিন্দা মো: জুয়েল মিয়া ও হাছননগরের বাসিন্দা শব্দর আলী।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
শান্তিগঞ্জ থানা
শান্তিগঞ্জ থানা |নয়া দিগন্ত

সুনামগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ও সদর উপজেলার আমবাড়ি এলাকার বাসিন্দা মো: জুয়েল মিয়া ও হাছননগরের বাসিন্দা শব্দর আলী।

জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন, আর শব্দর আলী সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জয়কলস এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।