রংপুর অঞ্চলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৬) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রসহ হত্যা ও নাশকতার মামলা রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেরিল সুমন রংপুর মহানগরীর শালবন শাহীপাড়া এলাকার মো: হানিফের ছেলে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত মেরিল সুমন রংপুর অঞ্চলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে এক নম্বর। তার বিরুদ্ধে রংপুরে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধের নয়টি মামলা রয়েছে। এছাড়াও আসছে নির্বাচনে নাশকতা তৈরিতে ষড়যন্ত্রের সাথে জড়িত তিনি। অত্যন্ত গোপনীয়তার সাথে ঠাকুরগাঁও এবং রংপুরে মেরিল সুমন নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করে আসছিল।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে ষড়যন্ত্র পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতে তুলে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে যারাই কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। একটি জনগণের অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যা যা করা দরকার আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা করা হবে।



