সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত ফাঁড়িগুলোর টহল দল এবং একটি বিশেষ দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির পাশাপাশি সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়।
উদ্ধার পণ্য ও পশুর মধ্যে রয়েছে- গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, বিড়ি ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
এদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু এবং কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির সদস্যরা ২৪০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।