চিরিরবন্দরে ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ এর একটি টহলদল রংপুর থেকে ৫০ কিলোমিটার ধাওয়া করে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে তাদের আটক করে।

আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)

Location :

Chirirbandar
ইয়াবাসহ আটক যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫)
ইয়াবাসহ আটক যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫) |নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ সময় তাদের থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, দু’টি মোবাইল ফোন ও ৩৬০ টাকা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত ১১টায় র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ এর একটি টহলদল রংপুর থেকে ৫০ কিলোমিটার ধাওয়া করে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে তাদের আটক করে।

আটকরা হলেন আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের শাহাপাড়ার ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও সাতনালা ইউনিয়নের ফুলুপাড়ার নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আ. ওয়াদুদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, র‌্যাবের ডিএডি একটি এজাহার দিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।