নওগাঁর পোরশায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে তাদের লাশ উদ্ধার কর হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল হাই (৬০)-এর লাশ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী (৩৫)-এর লাশ শুয়ে থাকা অবস্থায় নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মমেনা আব্দুল হাইয়ের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর গলায় দড়ি দিয়ে আব্দুল হাই আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করেছেন। তাদের ধারণা, পারিবারিক কলহের জেরে রাতে আব্দুল হাই শ্বাসরোধ করে স্ত্রী ফেলানীকে হত্যা করেছেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের (হুকের) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।