ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় আওয়ামী লীগ কার্যালয়, ভেঙে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষন টাওয়ার

‘রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় প্রকৌশলী-২ থেকে বলা হয়েছে, ভেঙে ফেলা আওয়ামী লীগের কার্যালয়ের স্থানে রূপপুর প্রকল্পের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হবে। রেলওয়ের অনুমতিসাপেক্ষে টাওয়ারের নির্মাণকাজ শুরু হয়েছে।’

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় আওয়ামী লীগ কার্যালয়, ভেঙে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষন টাওয়ার
ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় আওয়ামী লীগ কার্যালয়, ভেঙে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষন টাওয়ার |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদী স্টেশন রোডের পাশে রেলওয়ের জায়গায় গড়ে তোলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয় ৫ আগস্টের পরে ছাত্র-জনতা ভেঙ্গে ফেলে। সেখানে এখন নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, রেলের এ জায়গায় দীর্ঘদিন ধরে কার্যালয় বানিয়ে স্থানীয় আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। জুলাই অভ্যুত্থানের সময় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতা দলটির দু’টি কার্যালয় ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।

এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা আবার আওয়ামী লীগ কার্যালয়ের অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে নিশ্চিহ্ন করে।

বুধবার (২৩ জুলাই) সরেজমিন দেখা যায়, ভেঙে ফেলে রাখা ইট-পাথর এক্সক্যাভেটর দিয়ে সরানো হচ্ছে। সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে। তাতে লেখা, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ওয়েদার মনিটরিং টাওয়ার প্রকল্প। নির্মাণকাজ চলিতেছে। সর্বসাধারণের প্রবেশ নিষেধ।

জানা গেছে, নির্মাণকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ।

এ বিষয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় প্রকৌশলী-২ থেকে বলা হয়েছে, ভেঙে ফেলা আওয়ামী লীগের কার্যালয়ের স্থানে রূপপুর প্রকল্পের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হবে। রেলওয়ের অনুমতিসাপেক্ষে টাওয়ারের নির্মাণকাজ শুরু হয়েছে। শুধু এই জায়গায় নয়, ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন জায়গায় রূপপুর প্রকল্পের জন্য পাঁচটি এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় একটি আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।’