আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী সরকার যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকেই নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। আগামীদিনে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, দেশের মানুষ তাদের রুখে দিবে, ইনশাআল্লাহ।’
শনিবার (১৭ মে) বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘বিগত দিনগুলোতে ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জামায়াত এদেশের গণমানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। এখন আমাদের নেতাকর্মীদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিনয় ও আন্তরিকতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে।’
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম।
এছাড়া জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি সাদেকুর রহমান, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী মীর বক্তব্য রাখেন।