মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদে রশিকপুর স্ল্যুইসগেটে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মহির উদ্দীনের ছেলে কৌশিক হোসেন (২১) ও মুজিবনগর উপজেলার টেংরামারী গ্রামের আব্দুল হান্নানের ছেলে তানভির হাসান নিলয় (২০)। নিলয় মেহেরপুর সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র এবং কৌশিক একটি মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ সোমবার বেলা ৩টার দিকে পাঁচ-ছয় ছেলে একসাথে ভৈরব নদের রশিকপুর স্ল্যুইসগেটে গোসল করতে নামে। স্ল্যুইসগেটের প্রচন্ড স্রোতের তোড়ে হঠাৎ নিলয় ডুবে যায়। এসময় কৌশিক তাকে বাঁচাতে গেলে সেও পানির নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে মুজিবনগর ফায়ার সাভির্সের স্টেশন অফিসার সেলিম রেজার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে খোঁজখবর শুরু করেছে।
সেলিম রেজা জানান, তারা সেখানে গিয়ে রেকি করেছেন। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করবেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। খুলনা থেকে ডুবুরি দল এলে উদ্ধার কাজ শুরু হবে।
স্থানীয়রা আরো জানান, মুজিবনগর উপজেলার রশিকপুর ও রতনপুর গ্রামের সংযোগ সেতু এই স্ল্যুইসগেটটি। এখানে পানির স্রোতের সৌন্দর্য দেখতে এসে বিগত কয়েক বছরে প্রায় আটজন মারা গেছেন। তাদের অভিযোগ প্রতি বছরে এখানে মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থানটিতে সতর্কতামূলক কোনো সাইন বা নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনদিন আগে মেহেরপুর শহরের মোবাইল সাংবাদিক আসফারুল হক সুমন স্ল্যুইসগেটে লাইভ ভিডিও করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা তাকে পানি থেকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা স্ল্যুইসগেট এলাকায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।



