ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘মিটফোর্ড হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি প্রকৃতপক্ষে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক দ্বন্দ্বের ফল।’

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হামজা নাদিম, সদস্য মাহাবুব আলম কাজল, যুবনেতা ইব্রাহিম খলিল মারুফ, সোহাগ সওদাগর, আবু সাঈদ সৈকত, মিজানুর রহমান মিজান, ডা: ইয়াসিন, রিপন আকন্দ, রবি, লিটন, হিমেল, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তব্যে আমিনুল ইসলাম মিন্টু বলেন, ‘দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। জনতাকে ব্যবহার করে ‘মব জাস্টিস’ চালানো হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে চলছে লুটপাট, অথচ প্রশাসন নিশ্চুপ। সরকারের নির্লিপ্ততায় মানুষের জীবন ও সম্পদ আজ নিরাপত্তাহীন। গোপালগঞ্জের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের বিচার দাবি করছি।’

তিনি আরো অভিযোগ করেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আবারো সক্রিয় হয়ে ওঠেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় অপকর্ম চালাচ্ছে তারা। জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি—এটি প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।’

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে। এসব অপচেষ্টা একটি সুপরিকল্পিত গুপ্ত চক্রান্ত।’

সমাবেশে বক্তারা বলেন, ‘মিটফোর্ড হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি প্রকৃতপক্ষে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক দ্বন্দ্বের ফল।’

তারা আরো বলেন, ‘একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। কখনো এক কথা, কখনো আরেক কথা বলে তারা দেশের রাজনীতিকে ঘোলাটে করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।’

বিক্ষোভ ও সমাবেশে যুবদল ছাড়াও ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকার যদি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যুবদল আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’