সংসদীয় আসন ঢাকা-১ (দোহার) পুনর্বহালের দাবিতে দোহারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড়ে ‘দোহার ঐক্য বিগ্রেড’ নামে একটি ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ অংশ নেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য দোহার ও নবাবগঞ্জ দুটি পৃথক আসনকে একত্রিত করে। এতে উন্নয়ন বরাদ্দ কমে যায়। ঢাকার আশপাশের অন্যান্য উপজেলার ব্যাপক উন্নয়ন হলেও ঢাকার উপকণ্ঠে দোহার ও নবাবগঞ্জের তেমন উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা আমাদের দোহার আসন আগের রূপে দেখতে চাই। এটা আমাদের প্রাণের দাবি। সবার স্বার্থে এ দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানান।
পথসভায় বক্তব্য রাখেন ফজলুল হক বেলায়েতী, খন্দকার শাহীন, অ্যাডভোকেট মনির হোসেন রানা, রাসেল আহমেদ, ইঞ্জিনিয়ার সোহেল, সমুন মৃধা, মো: হুমায়নু কবির, জিল্লুর রহমান।
পথসভা শেষে করম আলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল জয়পাড়া ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়।