একই দিনে প্রবাসে প্রাণ হারালেন নবীগঞ্জের ২ তরুণ

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই তরুণ।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

Location :

Nabiganj
সোফায়েল আহমেদ (৩৫) ও রিপন মিয়া (২৫)
সোফায়েল আহমেদ (৩৫) ও রিপন মিয়া (২৫)

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই তরুণ। কিন্তু পরিশ্রম ও ত্যাগের সেই স্বপ্ন অপূর্ণ রেখেই সোফায়েল আহমেদ (৩৫) ও রিপন মিয়া (২৫)-নামে দু’জনেই একই দিনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

সোফায়েল আহমেদ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ সর্দার বাড়ির মরহুম গেদা মিয়ার ছেলে এবং রিপন মিয়া বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের নানু মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, সোফায়েল আহমেদ প্রায় এক যুগ আগে পর্তুগাল যান এবং পরবর্তীতে আয়ারল্যান্ডে স্ত্রীসহ স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে একটি ছোট ব্যবসাও গড়ে তুলেছিলেন। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) তার মৃত্যু হয়।

অন্যদিকে, রিপন মিয়া সৌদি আরবে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৪ মে) কর্মব্যস্ত জীবনের মধ্যেই মাত্র ২৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তাদের এই অপ্রত্যাশিত মৃত্যুতে দু’টি পরিবারেই নেমে এসেছে আকাশ ভেঙে পড়ার মতো খবর, আর পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতম।