গোপালগঞ্জে একই আসনে প্রার্থী স্বামী-স্ত্রী

একই আসন থেকে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়ে হয়েছে।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
একই আসনে প্রার্থী স্বামী-স্ত্রী
একই আসনে প্রার্থী স্বামী-স্ত্রী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা মনোনয়নপত্র দাখিল করেছেন। একই আসন থেকে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়ে হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এস এম জিলানী তার আবেদনপত্র জমা দেন। এর কিছুক্ষণ পরেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রওশন আরা।

একই পরিবারের দুই প্রার্থীর লড়াই প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার রয়েছে। রওশন আরা আমার সহধর্মিণী হলেও রাজনৈতিকভাবে তার নিজস্ব সত্তা রয়েছে। নির্বাচনে তিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। কোনো বিষয়ে আমার সাথে দ্বিমত পোষণ করাটাও গণতন্ত্রের সৌন্দর্য।’

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ আসনে একই পরিবারের দুই সদস্যের প্রার্থী হওয়ার ফলে নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হবে। এ লড়াই গোপালগঞ্জ-৩ আসনের নির্বাচনকে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রাণবন্ত করে তুলবে।