পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (১০০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর হয়েছে
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর হয়েছে |নয়া দিগন্ত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (১০০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভিতরগাঁও নতুন বাজার-সংলগ্ন এলাকায় জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মরহুম জমির মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী তার মেয়ের বাড়িতে প্রায় প্রতিদিনই যাওয়া-আসা করতেন। সকালে তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো: আব্দুল মোমেন জানান, সকালে জারিয়া-ময়মনসিংহ ৩৭২ ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।