পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (১০০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভিতরগাঁও নতুন বাজার-সংলগ্ন এলাকায় জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
আইয়ুব আলী উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মরহুম জমির মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী তার মেয়ের বাড়িতে প্রায় প্রতিদিনই যাওয়া-আসা করতেন। সকালে তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো: আব্দুল মোমেন জানান, সকালে জারিয়া-ময়মনসিংহ ৩৭২ ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।