রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মাইনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কয়েকদিনের টানা বর্ষণ ও কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার মাইনীমুখ, বগাচতর, কালাপাকুজ্যা, করল্যাছড়ি ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। পানি উঠেছে ঘরের ভেতরেও। হাজারো মানুষ এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি নেতারা ট্রলারযোগে দুর্গম এলাকার পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতেও পৌঁছে দেয়া হয়েছে ত্রাণসামগ্রী। এতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল এবং অন্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, এই সঙ্কটের সময়ে আমরা বানভাসি মানুষদের পাশে আছি এবং আগামীতেও থাকবো। যতটা সম্ভব নিজস্ব উদ্যোগে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি।
স্থানীয়রা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সাহায্যের পাশাপাশি এমন সহমর্মিতামূলক উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।