ঘিওরে নদী থেকে গ্রাম রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

বালুমহাল থেকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন হলে বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, ফসলি জমি, মাদরাসা ও বসতি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে বালুমহাল ইজারা বন্ধ করতে হবে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
গ্রাম রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
গ্রাম রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

মানিকগঞ্জ ঘিওরের পুরনো ধলেশ্বরী নদীর বালুমহাল ইজারা বন্ধ ও বালুমহাল থেকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধরনগর এলাকায় নদীর তীরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ইউপি সদস্য মো: আকরাম প্রধান, প্রধান শিক্ষক লাকি আক্তার, স্থানীয় মসজিদের ইমাম মঈনুল ইসলাম ও মো: কুদরত আলী ভূঁইয়া রাজু বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বালুমহাল থেকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন হলে বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, ফসলি জমি, মাদরাসা ও বসতি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে বালুমহাল ইজারা বন্ধ করতে হবে।

এছাড়া নতুন করে যেন আর ইজারা দেয়া না হয়, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা নদীতে একটি বাল্কহেড ভাসিয়ে দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাতিশা তুল ইসলাম বলেন, ‘সরকারি নিয়মে শ্রীধরনগর বালুমহাল ইজারা দেয়া হয়েছে। ইজারার বাইরে মাটি কাটার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি সরেজমিনে দেখে ব্যবস্থা নিব।’