ফরিদপুর-৪ আসনে মিজানুর রহমান মোল্লার মনোনয়নপত্র সংগ্রহ

‘জনগণের অধিকার আদায় এবং নৈতিক রাজনীতি চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি ফরিদপুর-৪ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।’

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিজানুর রহমান মোল্লা
ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিজানুর রহমান মোল্লা |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমান মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার দুপুরে সদরপুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মো: হাফিজুর রহমানসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

মনোনয়নপত্র সংগ্রহের পর মো: মিজানুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের অধিকার আদায় এবং নৈতিক রাজনীতি চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি ফরিদপুর-৪ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।